গুগল ফটোজে মুছে যাওয়া ছবি ফিরে পেতে করণীয়

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

অ্যান্ড্রয়েড ফোনে ছবি তুলে সেটাকে ক্লাউডে সেভ করার সহজ মাধ্যম গুগল ফটোজ। তবে অনেক সময় গুগল ফটোজ থেকে অপ্রয়োজনীয় ছবি মুছে ফেলার সময় গুরুত্বপূর্ণ ছবিও মুছে যায়। এতে বেশ সমস্যায় পড়তে হয়। তবে আপনি চাইলে কিন্তু গুগল ফটোজ থেকে মুছে ফেলা ছবি উদ্ধার করতে পারেন। শুরুতেই মুছে ফেলা ছবি উদ্ধারের জন্য গুগল ফটোজ অ্যাপে প্রবেশ করুন। এরপর লাইব্রেরি অপশনে ট্যাপ করুন। এরপর ওপরে থাকা বিন অপশনে ট্যাপ করলে পরবর্তী পৃষ্ঠায় গুগল ফটোজ থেকে মুছে ফেলা ছবির তালিকা দেখা যাবে। এবারে যে ছবিটি রাখতে চাইছেন সেটি কিছুক্ষণ চেপে ধরে রাখুন। এরপর নিচে থাকা রিস্টোর অপশনে ক্লিক করলেই ছবিটি আগের তারিখ অনুযায়ী গুগল ফটোজে পাওয়া যাবে। পডকাস্ট অ্যাপ বন্ধের কারণ জানাল গুগলপডকাস্ট অ্যাপ বন্ধের কারণ জানাল গুগল তবে এই পদ্ধতিটি অবশ্যই ৬০ দিনের মধ্যে ডিলিট করা ছবির ক্ষেত্রে প্রযোজ্য। গুগল ফটোজ থেকে মুছে ফেলা ছবি ৬০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে স্থায়ীভাবে মুছে যায়।