ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টাঙ্গাইলে সমাহিত হলেন নিহত সেনা কর্মকর্তা

পরিবারে শোকের মাতম
টাঙ্গাইলে সমাহিত হলেন নিহত সেনা কর্মকর্তা

কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের জানাজা শেষে টাঙ্গাইলের বোয়ালী সামাজিক গোরস্থানে দাফন করা হয়েছে। তানজিম সরোয়ার নির্জন টাঙ্গাইলের করটিয়া ইউনিয়নের করের বেতকা গ্রামের সারওয়ার জাহানের ছেলে।

গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে নিহত সেনা কর্মকর্তার লাশ হেলিকপ্টরযোগে টাঙ্গাইল পৌঁছায়। সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে লেফটেন্যাণ্ট তানজিম সরোয়ার নির্জনের লাশ টাঙ্গাইলে পৌঁছলে এক হৃদয় বিদারক ঘটনার অবতারণা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শেষবার এক নজর দেখতে টাঙ্গাইল জেলা সদরের হেলিপ্যাডে ভির জমায়। পরে করটিয়া ইউনিয়নের করের বেতকায় নেয়া হলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পরে তাকে বোয়ালী মাদ্রাসা মাঠে জানাজা নামাজের জন্য নেয়া হয়। মরহুমের জানাজা নামাজে জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেয়। পরে বোয়ালী সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সেনাবাহিনীর সদস্যরা তার কফিন জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে দেয় এবং স্বশস্ত্র গার্ড অব অনার প্রদান করে। নিহত সেনা কর্মকর্তার বোন তাসনুভা সরোয়ার সূচি বলেন- গত সোমবার রাতে নির্জন আমাকে কল দিয়ে বললো, আপু অক্টোবরের ১ তারিখে আমার জন্মদিন, সেদিন আমি ছুটিতে আসব। তখন আমাকে কী উপহার দিবা? আমি জানতাম যে নির্জন অনেক পশুপাখি পছন্দ করতেন তাই আমি নির্জনকে বলেছিলাম জন্মদিনে টিয়া পাখি গিফট করব। নির্জন আমার একমাত্র ভাই। আমরা দুই ভাই-বোন বাবা-মাকে নিয়ে খুবই সুখে-স্বাচ্ছন্দে সংসার করছিলাম।

এ সময় সূচি বলেন, আমার ভাই ডিসেম্বর মাসে ক্যাপ্টেন পদে পদোন্নতি পেত। সে জন্য সে ভালোভাবে কাজ শুরু করেছিল। আমরা আগামী বছর বিয়ে করানোর জন্যও পাত্রী দেখা শুরু করেছিলাম। নির্জনের মা নাজমা আক্তার খান ছেলে হারানোর শোকে ম্যূহমান। ছেলের নানা স্মৃতি হাতড়ে তিনি বার বার মূর্ছা যাচ্চিলেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার ছেলে রাতে কল দিয়ে বলল, মা আমি অভিযানে যাচ্ছি দোয়া করো। শেষ করে তারপর কল দিব, আমার ছেলে আর কল দিল না।

নির্জনের বাবা সারোয়ার জাহান বলেন, সকালে কল আসে নির্জন মারা গেছে। আমি বিশ্বাস করতেই পারছিলাম না কী থেকে কী হয়ে গেল। দেশের জন্য আমার ছেলে জীবন দিয়েছে। আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার দাবি করছি। আমার সংসারে একমাত্র উপার্জনের মানুষ ছিল আমার ছেলে। সেও এখন হারিয়ে গেল।

গতকাল মঙ্গলবার ভোরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতি প্রতিরোধে যৌথবাহিনী অভিযান চালায়। ওই অভিযানে গিয়ে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হন।

পারিবারিক সূত্রে জানা যায়, তানজিম সারোয়ার নির্জন পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ২০২২ সালের ৮ জুন আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত