বিশ্বের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম নেটফ্লিক্স। কোটি কোটি মানুষ এই ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন কনটেন্ট দেখেন। তবে এবার অনেকেই নিজের স্মার্টফোনে নেটফ্লিক্স ব্যবহার করতে পারবেন না। আসলে কিছু ডিভাইসে আর এই ওটিটি অ্যাপ সাপোর্ট করবে না। তাই আপনি যদি এই ওটিটি অ্যাপ থেকে কনটেন্ট দেখে থাকেন, তাহলে এই খবর আপনার জন্য। নেটফ্লিক্সের পক্ষ থেকে এসব সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। নাইন টু ফাইভ ম্যাক এর প্রতিবেদন অনুযায়ী, ‘নেটফ্লিক্সের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, আইওএস ১৬ ও আইপ্যাডওএস ১৬ অপারেটিং চালিত ডিভাইসে আর তাদের অ্যাপ সাপোর্ট করবে না।’ আইফোন ব্যবহারকারীরা তাদের ডিভাইসের অপারেটিং সিস্টেম আইওএস ১৭ ভার্সনে আপগ্রেড না করলে আর নেটফ্লিক্স দেখতে পারবেন না। এছাড়া আইপ্যাড ব্যবহারকারীদের জন্যেও একই ভাবে এ শর্ত প্রযোজ্য। যেসব ফোনে আইওএস ১৬ রয়েছে- আইফোন ৮, আইফোন ৮ প্লাস ও আইফোন এক্স। এছাড়া অ্যাপেলের প্রথম জেনারেশনের আইপ্যাড প্রো, আইপ্যাড ৫ মডেল। এসব ডিভাইস ব্যবহারকারীরা যত দ্রুত সম্ভব ওএস আপডেট না করলে আর নেটফ্লিক্স ব্যবহার করতে পারবে না।