অন্যরকম

অস্কার ওয়াইল্ডের ‘ভয়ংকর’ ভাস্কর্য

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

অস্কার ওয়াইল্ডের নতুন ভাস্কর্যকে ‘ভয়ংকর’ বলে মন্তব্য করেছেন লেখকের নাতি ওয়াইল্ড বিশেষজ্ঞ মার্লিন হল্যান্ড। তিনি বলেন, ‘আমি আধুনিক শিল্পের যে কোনো উদ্ভাবনের পক্ষে। কিন্তু এটাকে আমার কাছে অগ্রহণযোগ্য বলে মনে হচ্ছে, এটাকে একেবারেই ভয়ংকর দেখাচ্ছে।’ ভাস্কর্যটি ডিজাইন করেছেন প্রয়াত স্কটিশ শিল্পী স্যার এডুয়ার্ডো পাওলোজি। ভাস্কর্যটি ওয়াইল্ডকে একটি খণ্ডিত মাথা হিসাবে চিত্রিত করে এবং এটি ওয়াইল্ডের পুরোনো বাড়ির কাছে দক্ষিণ-পশ্চিম লন্ডনের চেলসির একটি পার্কে স্থাপন করা হয়। হল্যান্ড আরো বলেন, ‘এটা দেখে মনে হচ্ছে, এখানে এমন একজন ব্যক্তির স্মৃতিস্তম্ভ রয়েছে যাকে সমাজ শিরশ্ছেদ করেছে।’ হল্যান্ড বলেন, ‘আমরা কীভাবে তাকে মনে রাখতে চাই? ৃসময়ের আইন ভঙ্গ করার জন্য যার শিরশ্ছেদ করা হয়েছে সেই হিসেবে?’

ওয়াইল্ডকে চরম অশ্লীলতার জন্য দোষী সাব্যস্ত করার পরে কারারুদ্ধ করা হয়েছিল। তিনি ১৯০০ সালে প্যারিসে ৪৬ বছর বয়সে দারিদ্র্যের মধ্যে মারা যান। তিনি ‘দ্য ইমপর্টেন্স অব বিয়িং আর্নেস্ট’ এবং ‘দ্য পিকচার অব ডরিয়ান গ্রে’-এর জন্য অমর হয়ে আছেন। শিল্পী পাওলোজি ১৯৯৫ সালে কমিটির কাছে মডেলটির নকশা জমা দিয়েছিলেন, যুক্তি দিয়েছিলেন যে ওয়াইল্ডের ভাস্কর্যটি প্রতিনিধিত্বমূলক না হয়ে ধারণাগত হওয়া উচিত। সেই সময়ে ভাস্কর্যটি প্রত্যাখ্যান করা হয়েছিল এবং একটি ভিন্ন মডেল নির্বাচন করা হয়েছিল। পাওলোজি ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, ‘অস্কার ওয়াইল্ডের নাতিসহ প্রত্যেকের মতামতের অধিকার রয়েছে।’ ওয়াইল্ডের স্মৃতি রক্ষার জন্য অনেকগুলি স্মৃতিস্তম্ভ রয়েছে এবং প্যারিসের পেরে লাচেইস কবরস্থানে তার সমাধি প্রতি বছর হাজার হাজার দর্শক পরিদর্শন করেন।