ঢাকা ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রিমান্ড শেষে সুলতান নসুর কারাগারে

রিমান্ড শেষে সুলতান নসুর কারাগারে

বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় কুমার বিশ্বাস আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করেন। সুলতান মনসুরের আইনজীবী জামিন আবেদন করেন। বিচারক মো. শরীফুর রহমান জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৩০ সেপ্টেম্বর সুলতান মনসুরকে পাঁচ দিনের রিমান্ড দেন আদালত। এর আগে ওইদিন ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে হেফাজতে নেয় পুলিশ। এরপর গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত