ঢাকা ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তেলের জাহাজে আগুন

৪৮ ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

৪৮ ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

চট্টগ্রাম বহির্নোঙ্গরে ওয়েল ট্যাংকার বাংলার সৌরভে আগুন, ৪৮ জন ক্রুকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল শনিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গত শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে চট্টগ্রামের বহির্নোঙ্গরে অবস্থানরত বিএসসির অয়েল ট্যাংকার বাংলার সৌরভ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোস্ট গার্ড টাগ বিসিজিটি প্রমত্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নি নির্বাপন কার্যক্রম আরম্ভ করে। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস শ্যামল বাংলার ৪টি উদ্ধারকারী দল এবং কোস্ট গার্ডের ৩টি মেটাল শার্ক ঘটনাস্থলে গিয়ে ওই জাহাজের সর্বমোট ৪৮ জন ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ক্রুদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিয়ামণ্ডউল হক বলেন, রাত প্রায় ২টা ৩৫ মিনিটে কোস্ট গার্ড টাগ বিসিজিটি প্রমত্ত, বাংলাদেশ নৌবাহিনীর টাগ এবং চট্টগ্রাম বন্দরের টাগ এর ২ ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি আরো বলেন, অগ্নি নির্বাপনী ও উদ্ধার তৎপরতায় কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে। কোস্ট গার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত