অন্যরকম

চোরের ভয়ে কলাগাছে তালা!

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

শুধু অভিনবই নয়, বিস্ময়করও বটে! চোরের ভয়ে কলাগাছে লাগানো হয়েছে তালা। তাও যিনি লাগাচ্ছেন তালা তিনি আবার যেনতেন কেউ নয়। সাবেক বিএসএফ সদস্য। যিনি অস্ত্র হাতে ভারত, পাকিস্তান কিংবা চীন সীমান্তের কঠিন পরিস্থিতি সামলেছেন, তিনি ভারতের ভেতরে নিজ বাড়িতে চোরের ভয়ে সামলাতে পারছেন না নিজের কলাবাগানই। এমনই বিপদে পড়েছেন রফিকুল ইসলাম। তিনি অবসর নিয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ থেকে। বাড়িতে এসে স্বাবলম্বিতা অর্জনের জন্য কলাবাগান করেছেন। এখন সেই কলাগাছ পাহারা দিতে গাছে লাগতে তালা চাবি। সীমান্ত সামলাতে পেরেছিলেন রফিকুল ইসলাম। কিন্তু কলার গাছে দিয়েছেন লোহার বেড়া। শুধু তাই নয়, দিয়েছেন তালাও। এই দৃশ্য দেখে হঠাৎ চমকে উঠবেন যে কেউ। কিন্তু এমন আশ্চর্যজনক ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায়। কলা চুরি ঠেকাতে এই পদ্ধতি অবলম্বন করেছেন গোবরডাঙ্গা থানার কুচলিয়া গ্রামের সাবেক বিএসএফ সদস্য রফিকুল ইসলাম। সীমান্তে ছিলেন অতন্দ্র প্রহরী। চোর-ছেঁছর ধরে দফা-রফাও করেছেন। কিন্তু নিজের গাছের কলা সামলাতে গিয়ে রীতিমতো লোহার বেড়া আর তালা লাগিয়েছেন রফিকুল। বর্তমানে সাবেক এই সীমান্ত প্রহরীর বয়স ৫২। অবসরে গেছেন ২০১৯ সালে। এরপর থেকে কৃষি কাজেই নিজেকে ব্যস্ত রাখেন রফিকুল। মাঠে চাষবাসের সাথে কুচলিয়া গ্রামের রাস্তার পাশে বেশ কিছু কলাগাছও লাগিয়েছেন। কিন্তু সেই গাছের কলা তো দূরে থাক, মোচাও জোটেনি রফিকুলের কপালে। তাই, চুরি আটকাতে অভিনব পথ বেছে নিলেন রফিকুল। কলাগাছের সাথে বাঁশ বেঁধে তার সঙ্গে টিন এবং শেকল দিয়ে তালা দিয়ে মুড়ে ফেলেছেন আস্ত গাছ। সবশেষে কলার কাঁদি আটকে রাখতেও ব্যবহার করেছেন লোহার জালি। এক বা দুটি গাছ নয়, রাস্তার পাশে পরপর লাইন দেয়া কলাগাছে চোখে পড়েছে এমন দৃশ্য। চুরি ঠেকাতে রফিকুলের এমন উদ্যোগে হতবাক পথ চলতি সাধারণ মানুষও। কেউ কেউ রাস্তায় দাঁড়িয়েই তালাবদ্ধ কলাগাছকে ফ্রেমবন্দি করছেন। আবার অনেকে সেলফি তুলে শেয়ার করতেও ভুল করছেন না।