বিজিবির অভিযানে ২৫৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে প্রায় ২৫৩ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে। এই অভিযানের ফলে মূল্যবান স্বর্ণ, রুপা, মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে, যা দেশের অর্থনীতিকে সুরক্ষিত করেছে এবং চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবির সক্ষমতা প্রদর্শিত হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল ২৬ কেজি ৭৫৩ গ্রাম স্বর্ণ, ১০ কেজি রুপা এবং ২ কেজি ৯৯৩ গ্রাম সাপের বিষ। এছাড়া ২,৯৪,৪৮২টি কসমেটিক্স সামগ্রী, ২৫,৪৪২টি শাড়ি, ১১,৬২০টি থ্রিপিস, শার্টপিস, চাদর, কম্বল ও তৈরি পোশাক এবং ৪০,০১৬ মিটার থান কাপড় উদ্ধার করা হয়। কাঠ, চা পাতা, চিনি, সার ও কয়লাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যও উদ্ধার করা হয়েছে। চোরাচালানকৃত গাড়ির মধ্যে ছিল ৯টি ট্রাক, ১৭টি পিকআপ, ৭টি প্রাইভেটকার-মাইক্রোবাস, ৮টি ট্রলি, ১৯১টি নৌকা, ২১টি সিএনজি-ইজিবাইক, ১০৮টি মোটরসাইকেল এবং ২১টি বাইসাইকেল।

বিজিবি অস্ত্র ও বিস্ফোরকও উদ্ধার করেছে, যার মধ্যে ছিল ২টি পিস্তল, ১টি গান জাতীয় অস্ত্র, ১০টি ককটেল এবং ৭ রাউন্ড গুলি। মাদকদ্রব্যের মধ্যে বিজিবি ১২,৮২,৯৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ কেজি ৪১৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১৬ কেজি ৮৭৪ গ্রাম হেরোইন, ২৯,১৬৪ বোতল ফেনসিডিল, ২০,৬৩৮ বোতল বিদেশি মদ, ১,৯৯৮ কেজি গাঁজা এবং ৩,০৭,৫৮০টি বিভিন্ন প্রকার ওষুধসহ অন্যান্য মাদক জব্দ করেছে। এছাড়াও ৮৪,০৯,৪৮০টি এ্যানগ্রো-সেনেগ্রা ট্যাবলেট এবং ১৩ বোতল এলএসডি উদ্ধার করা হয়েছে। সীমান্তে বিজিবির অভিযানের ফলে মাদক ও চোরাচালান কাজে জড়িত থাকার অভিযোগে ২৪১ জন চোরাচালানকারীকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ২৯৮ জন বাংলাদেশি এবং ২৪ জন ভারতীয় নাগরিককে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজিবি আরও ১,৬২১ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে। বিজিবির এই সাফল্য দেশের চোরাচালান নিয়ন্ত্রণে একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।