ঢাকা ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পুলিশে গরহাজিরদের চাকরিতে রাখার সুযোগ নেই : আইজিপি

পুলিশে গরহাজিরদের চাকরিতে রাখার সুযোগ নেই : আইজিপি

পুলিশের গরহাজির (অনুপস্থিত) সদস্যদের চাকরিতে রাখার কোনো সুযোগ নেই বলে মনে করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম। তিনি বলেছেন, যারা গরহাজির সদস্য তাদের বিরুদ্ধে এরই মধ্যে ডিপার্টমেন্টের যে অ্যাকশন, তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, তারা কেন গরহাজির? তাদের হাজিরের জন্য নোটিশ করা হয়েছে। তারা যদি না আসে আমাদের ব্যবস্থা ক্লিয়ার, তাদের চাকরিতে রাখার কোনো সুযোগ নেই। গতকাল দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অনেক পুলিশ কর্মকর্তারা এখনও কাজে যোগ দেয়নি। কিছু শীর্ষ কর্মকর্তা তারা বিদেশে পালিয়ে গেছে, না দেশে আছে সেই তথ্য কেউ জানে না। এই ব্যাপারে আপনাদের কাছে কী তথ্য আছে? এমন প্রশ্নের জবাবে ময়নুল ইসলাম বলেন, যারা বিভিন্ন মামলায় আসামি হয়েছেন, আমাদেরও অনেক পুলিশ সদস্য আসামি হয়েছেন, এসব সদস্যদের মধ্যে যাদের সম্পৃক্ততা আমরা পেয়েছি এরই মধ্যে সেসব সদস্যদের অনেককেই গ্রেপ্তার করেছি। ১৭ পুলিশ সদস্যের মধ্যে সিনিয়র কর্মকর্তারাও রয়েছেন, মাঠ পর্যায়ের কর্মকর্তারাও রয়েছেন। আমাদের অনেক সদস্য রয়েছে যারা মামলার আসামি হয়েছে, আবার অনেকেই যারা বিভিন্ন কারণে এই কর্মস্থলে থাকছেন না। তিনি বলেন, আমাদের দ্বিতীয় বিপ্লব যেটাকে আমরা বলছি, ছাত্র-জনতার অভ্যুত্থানে যে বিপ্লব সংগঠিত হয়েছে, তারপরে যারা আন্দোলনে অতিরিক্ত (দমন নিপীড়ন) করেছে তারা কিন্তু নেই। এই সংখ্যাটা নিতান্তই অল্প। আমরা ইউনিট অনুযায়ী স্টপ করে রেখেছি, এই সংখ্যাটা মাত্র ১৮৭ জন। ২ লাখ ১৪-১৫ হাজার বাহিনীর সদস্য, সেখানে ১৮৭ জন তারা বিভিন্ন কারণে গরহাজির হতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত