ঢাকা ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সংশোধন হচ্ছে ইসির কর্মচারী নিয়োগ বিধিমালা

সংশোধন হচ্ছে ইসির কর্মচারী নিয়োগ বিধিমালা

নির্বাচন কমিশন কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২৩ সংশোধন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরইমধ্যে যুগ্ম সচিবকে (প্রশাসন ও অর্থ) আহ্বায়ক করে কমিটি গঠন করেছে সংস্থাটি। আজ বুধবার এ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

ইসি কর্মকর্তারা জানান, বর্তমানের যে নিয়োগ বিধিমালা রয়েছে সেটা অনুযায়ী কর্মকর্তাদের পদন্নোতিতে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। এজন্য নির্বাচন কমিশন কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২৩ সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২৩ সংশোধন সংক্রান্ত কমিটির সভা ৯ অক্টোবর ২০২৪ তারিখ রোজ বুধবার দুপুর ১২টায় কমিটির আহ্বায়ক এবং যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) মহোদয়ের সভাপতিত্বে তার অফিস কক্ষে (কক্ষ নং-৩১০) অনুষ্ঠিত হবে।

সভায় যেসব বিষয়ে আলোচনা হবে- (ক) কর্মকর্তা ও কর্মচারী কর্তৃক দাখিলকৃত আবেদনসমূহের বিষয়ে সিদ্ধান্ত; (খ) নির্বাচন কমিশন কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২৩ সংশোধন; এবং (গ) বিবিধ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত