ঢাকা ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নৌবাহিনী

দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নৌবাহিনী

দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন পূজা মণ্ডপে নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল মঙ্গলবার খুলনা নৌঅঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক বরগুনার ও কমান্ডার চট্টগ্রাম নৌঅঞ্চল রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল চট্টগ্রামের পূজা মণ্ডপসমূহে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকালে তারা পূজা কমিটির সভাপতি, পুরোহিত ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় করেন। সরকারের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে নিরাপত্তা নিশ্চিতকল্পে যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। পূজা উপলক্ষ্যে এরইমধ্যে বাংলাদেশে নৌবাহিনী বিভিন্ন স্থানে টহলব্যবস্থা জোরদারের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে কোস্ট গার্ড, র‌্যাব, পুলিশ, আনসার ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা সমন্বয়ে কন্ট্রোল রুম স্থাপন করছে। সেইসঙ্গে যে কোনো ধরনের নাশকতা কিংবা অপতৎপরতা প্রতিহত করতে দায়িত্বরত নৌ কন্টিনজন্টেসমূহকে প্রস্তুত রাখা হয়েছে। শারদীয় দুর্গাপূজা উদযাপনে আঞ্চলিক কমান্ডাররা সবাইকে সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শনের আহ্বান জানান। এসময় নৌবাহিনীর প্রতিনিধিদের সঙ্গে কোস্ট গার্ড পুলিশ, র‌্যাব, আনসার ও স্থানীয় প্রশাসনসহ পূজা উদযাপন পরিষরদর নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত