ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অস্ট্রেলিয়া পৌঁছেছেন মির্জা ফখরুল

অস্ট্রেলিয়া পৌঁছেছেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্ট্রেলিয়া পৌঁছেছেন। সেখানে তাকে স্বাগত জানান দলটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হক। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর দুইটায় তিনি অস্ট্রেলিয়া পৌঁছান বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে গত বুধবার রাতে মেয়ের সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়া উদ্দেশে রওনা হন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুলের আগে তার স্ত্রী রাহাত আরা বেগম মেয়ের কাছে বেড়াতে অস্ট্রেলিয়াতে যান। মেয়ের সঙ্গে সময় কাটিয়ে স্ত্রীকে নিয়ে দেশে ফিরবেন বিএনপি মহাসচিব। অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে মির্জা ফখরুল বলেন, আমার বড় মেয়ে থাকে অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। আমার স্ত্রী (রাহাত আরা বেগম) গত দেড় মাস ধরে বড় মেয়ের কাছে আছেন। তাদের একটু সময় দিতে সেখানে যাওয়া। আশা করছি, সপ্তাহ খানকের মধ্যে দেশে ফিরব। মির্জা ফখরুল দম্পত্তির দুই মেয়ে। বড় মেয়ে ড. শামারুহ মির্জা ২০০৬ সাল থেকে অস্ট্রেলিয়াতে থাকেন স্বামী ও সন্তান নিয়ে। অস্ট্রেলিয়ান সরকারের সেন্ট্রাল মেডিসিন রেগুলেটরি বোর্ডের আওতাধীন থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশনে (টিজিএ) সিনিয়র টক্সিকলজিস্ট হিসেবে তিনি কর্মরত আছেন। শামারুহ মির্জা একজন নারী সংগঠক হিসেবে ক্যানবেরায় সমধিক পরিচিত তিনি। শামারুহ ২০১৭ সালে সিতারার গল্প (সিতারা স্টোরি) নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এর সহ-প্রতিষ্ঠাতা তিনি। বাংলাদেশে দুজন নারী বীরপ্রতীক রয়েছেন ক্যাপ্টেন ডা. সিতারা ও তারামন বিবি। তাদের নামানুসারেই এই সংগঠনটির নামকরণ করা হয়েছে। ‘সি’ মানে সিতারা বেগম, আর ‘তারা’ মানে তারামন বিবি। আর ছোট মেয়ে সাফারুহ মির্জা ঢাকায় একটি ইংরেজি স্কুলে শিক্ষকতা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত