ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অন্যরকম : কুকুর নয়

ভূমিকম্পের আগাম বার্তা পায় যে প্রাণী

ভূমিকম্পের আগাম বার্তা পায় যে প্রাণী

ভয়াবহ এক প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প। স্বল্প সময়ে সংগঠিত এই দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে অনেক বেশি। আগে থেকে কোনো ইঙ্গিত দেয় না ভূমিকম্প। তাই পূর্বপ্রস্তুতি নেয়া সম্ভব হয় না। মানুষ না বুঝলেও প্রকৃতি ঠিকই এ বিষয়ে টের পায়। এমন একটি প্রাণী রয়েছে যে আগে থেকেই ভূমিকম্পের বার্তা পায়। অনেকে মনে করেন এই প্রাণীটি কুকুর। কিন্তু এ কথা ঠিক নয়। তাহলে কোন প্রাণীটি ভূমিকম্পের আগাম বার্তা পায়? চলুন জেনে নিই- নতুন এক গবেষণায় দেখা গেছে, গিরগিটির অতিরিক্ত শ্রবণশক্তি রয়েছে। বিভিন্ন ধরণের কম্পন শনাক্ত করতে সক্ষম এই প্রাণীটি। এই আবিষ্কারের ওপর ভিত্তি করে গবেষকরা অন্যান্য সরীসৃপদের একই ক্ষমতা থাকার সম্ভাবনা প্রকাশ করেছেন। এই গবেষণায় বিজ্ঞানীরা প্রাণীদের কান এবং শ্রবণ ক্ষমতার বিবর্তন সম্পর্কে আরো বোঝার চেষ্টা করেছেন। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন, কম্পন শনাক্ত করতে টিকটিকি শরীরের একটি সিস্টেম ব্যবহার করে।

এই গবেষণা মতে, গিরগিটি কম ফ্রিকোয়েন্সি কম্পন শনাক্ত করতে স্যাকুলস ব্যবহার করে। স্যাকিউল হলো গিরগিটির শরীরের ভেতরের কানের একটি অংশ। যা ভারসাম্য এবং শরীরের অবস্থান বজায় রাখার কাজ করে। ইউএমডির জীববিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ও গবেষণাপত্রের লেখিকা ক্যাথরিন কার। তিনি বলেন, এই সিস্টেম উভচর প্রাণী ও মাছের মধ্যে ছিল একটা সময়। বর্তমানে তা গিরগিটির মধ্যেও দেখা যাচ্ছে। ইউএমডির পোস্টডক্টরাল গবেষক এবং স্নাতক ছাত্র, গবেষণার প্রধান লেখক ডেভি হ্যান বলেছেন, গিরগিটির স্যাকুলের ভূমিকার আবিষ্কার অন্য প্রাণীদের মধ্যে যোগাযোগ এবং আচরণ সম্পর্কে বোঝার দিকে পরিচালিত করতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত