দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সেলিমা রহমান বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের গর্ব। তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। আমরা বিশ্বাস করি, তিনি প্রয়োজনীয় সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেবেন। তিনি আরো বলেন, বাংলাদেশের মূল লক্ষ্য গণতন্ত্র, সুশাসন ও ভোটাধিকার। আমাদের অনেক কাজ এখনো বাকি। কত যে শহীদ হয়েছেন, আহত হয়েছেন তার সঠিক হিসাব নেই। বিএনপির এই নেত্রী বলেন, গত ৫ আগস্ট আমার স্বাধীন হয়েছি, শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি। কিন্তু আমাদের লক্ষ্য অর্জন হয়নি। যেদিন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করতে পারব সেদিন আমাদের সুদিন হবে। আমাদের শহীদরা সার্থক হবে। সেলিমা রহমান বলেন, পুলিশ কাজ করছে না। ডিবির সাবেক প্রধান হারুন আমেরিকায় বসে মিডিয়ায় সাক্ষাৎকার দেয়! তাকে কে পাচার করেছে? আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো ঘাপটি মেরে আছে। তারা পোশাকশিল্পসহ নানাভাবে অস্থিরতা সৃষ্টি করতে চায়। তিনি বলেন, উচ্ছৃঙ্খলতা ও চাঁদাবাজি এখনো চলছে। সে বিষয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকবেন। জিয়াউর রহমানের আদর্শ নিয়ে সামনে এগিয়ে যান।