ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

প্রশ্ন সারজিস আলমের

আহতদের চিকিৎসা সহায়তায় দীর্ঘসূত্রতা কেন?

আহতদের চিকিৎসা সহায়তায় দীর্ঘসূত্রতা কেন?

কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদানে দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, আপনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আমাদেরকে দায়িত্ব দেন। গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ জানান। সারজিস আলম বলেন, যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই অভ্যুত্থান ঘটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল, তাদের চিকিৎসা আর আর্থিক সহযোগিতার ক্ষেত্রে সরকারের এত দীর্ঘসূত্রতা কেন? আপনারা না পারলে আমাদেরকে দায়িত্ব দেন। এর আগে আরেক স্ট্যাটাসে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের মধ্যে বিভাজন দূর না হলে ফ্যাসিবাদ গোষ্ঠী সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত