‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪’
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪’ উপলক্ষে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল রোববার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি তথ্য জানান। তিনি বলেন, ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষ্যে ‘মা ইলিশ’ রক্ষার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই ধারবাহিকতায় ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ মোতাবেক ১৩ অক্টোবর থেকে ০৩ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। এ উপলক্ষ্যে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪’ পরিচালনায় তৎপর ভূমিকা পালন করছে বাংলাদেশ কোস্ট গার্ড।