পল্লী বিদ্যুতের ছয় কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পল্লী বিদ্যুতের ছয়জন কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)। এসব কর্মকর্তা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চাকরিচ্যুত ৩১ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের দাবি জানায়। গতকাল রোববার এক অফিস আদেশে এসব কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ করা হয়। তারা হলেন- চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস-১) সহকারী জেনারেল ম্যানেজার আব্দুল্লা আল মামুনকে রাজশাহী জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে, নরসিংদী পবিস-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আবদুল্লাহ আল হাদীকে চট্টগ্রাম জোনে, নরসিংদী পবিস-২ এর জুনিয়র ইঞ্জিনিয়ার মুহাম্মদ শরীফুল ইসলাম ভুঁইয়াকে কক্সবাজারের নির্বাহী প্রকৌশলের কার্যালয়ে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এছাড়া ঢাকা পবিস-১ এর জুনিয়র ইঞ্জিনিয়ার তামজিদুল ইসলামকে রংপুর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে, নওগাঁ পবিস-২ এর জেনারেল ম্যানেজার শাহ মো. রাজ্জাকুর রহমানকে চট্টগ্রাম জোনে ও গাজীপুর পবিস-১ এর ওয়্যারিং পরিদর্শক শেখ রহমত উল্লাহ নাজিরকে নীলফামারী নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

এর আগে গত শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্যবিরোধী কর্মকর্তা-কর্মচারীরা। সংবাদ সম্মেলনে পল্লী বিদ্যুৎ সিস্টেমে জবাবদিহির সংস্কৃতি তৈরি, টেকসই বিতরণব্যবস্থা নিশ্চিত এবং সমিতিতে কর্মরত ৪৫ হাজার কর্মীর বৈষম্য ও হয়রানি নিরসন, আত্মমর্যাদা এবং আত্মসম্মানের বিষয়ে টেকসই সমাধানের জন্য ৪ দফা দাবি তোলা হয়। এসব দাবির মধ্যে ছিল- পল্লী বিদ্যুতে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনতে অবিলম্বে মামলা প্রত্যাহার করে ২৪ জনের চাকরি ফিরিয়ে দেয়া ও স্ট্যান্ড রিলিজ এবং সংযুক্ত ২ জনকে পদায়ন করা। এছাড় গ্রাহকের কাছে জবাবদিহি নিশ্চিতের জন্য সমিতি ও বোর্ড সংস্কার করে একীভূত করে একটি প্রতিষ্ঠান করা। স্থায়ী পদের বিপরীতে চুক্তিভিত্তিকদের নিয়মিত করা। ছাত্র সমন্বয়কদের নিয়ে স্বাধীন কমিশন গঠন করে সংস্কার না হওয়া পর্যন্ত পল্লী বিদ্যুৎ নিয়ন্ত্রণ করা ও বিআরইবির দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।