ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মশার কয়েলের আগুনে পুড়ে গেছে ১৭ ঘর

মশার কয়েলের আগুনে পুড়ে গেছে ১৭ ঘর

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কলোনির ১৭টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ধারণা, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। গতকাল সোমবার সাড়ে পাঁচটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শাহ আমানত সেতুর পশ্চিম পাশে আনোয়ারা কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে লামারবাজার, মর্ডান কর্ণফুলী ও নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের ৬টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, কর্ণফুলি নদীর পাড়ে একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আমরা ৬টি ইউনিট মুভ করি। তবে তাৎক্ষণিক উপস্থিত হওয়ায় আগুনের ব্যাপকতা কম ছিল। সেজন্য তিনটি ইউনিট দিয়ে আগুন নির্বাপণ করা হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি বলেন, আগুনে ওই কলোনির ১৬ থেকে ১৭টি ঘর পুড়ে গেছে। পাশে আরো ৫০ থেকে ৬০টি ঘর ছিল। বিলম্ব হলে সেগুলোও পুড়ে যেতো। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত