ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

৫৯তম DGCA সম্মেলনে বেবিচক চেয়ারম্যানের অংশগ্রহণ

৫৯তম DGCA সম্মেলনে বেবিচক চেয়ারম্যানের অংশগ্রহণ

গত ১৪ অক্টোবর ২০২৪ তারিখে ফিলিপাইন-এর সেবুতে শুরু হয়েছে- এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশসমূহের অংশগ্রহণে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অরগানাইজেশন-আইকাও-এর ৫৯তম Director General of Civil Aviation (DGCA) সম্মেলন । Shaping the Future of Aviation: Sustainable, Resilient, and Inclusive মূল প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া সম্মেলনটি গত ১৮ অক্টোবর ২০২৪ তারিখে শেষ হয়।

এবারের সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ ৩৯টি দেশের চেয়ারম্যান-মহাপরিচালক ও তাদের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এছাড়া ১১টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ এই সম্মেলনে অংশগ্রহণ করেন। এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মঞ্জুর কবীর ভূঁইয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত