ঢাকা ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ভয়াবহ হচ্ছে ডেঙ্গু

আরো ৭ জনের মৃত্যু
ভয়াবহ হচ্ছে ডেঙ্গু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো সাতজনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে এক হাজার ১৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৫৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৩০ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭৯ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৯ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩০ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৬ জন ও সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চার জন রয়েছেন।

চলতি বছরের ২২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫২ হাজার ৫৮ জন। এর মধ্যে ৬৩ দশমিক তিন শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক সাত শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো সাতজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মারা গেছেন ২৫৭ জন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

এদিকে গাজিপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) আল আমিন নামে একজন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত সোমবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

সহপাঠি শিক্ষার্থীরা জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকার পর এদিন রাত ১০ টার দিকে আল আমিনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর রাত সোয়া ২টার দিকে তিনি মারা যান। আল আমিন ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়।

জানা যায়, কয়েকদিন ধরেই ডুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে ডুয়েটের নবনিযুক্ত উপাচার্য ড. জয়নাল আবেদীন দ্বায়িত্ব গ্রহণের পর অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছুটে যান। তাদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন। উন্নত চিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে তিনি মেডিকেল কর্তৃপক্ষের সাথে কথা বলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আল আমিনের সহপাঠীদের সহযোগিতায় আল আমিনের লাশ টাঙ্গাইলে পাঠানোর ব্যবস্থা করা হয়। জেলা সদরে নিজ বাড়িতে গতকাল মঙ্গলবার বাদজোহর তার জানাজা অনুষ্ঠিত হয়। তাজউদ্দীন হাসপাতালের আরপি ডাক্তার কামরুল ইসলাম জানান, রাতে চিকিৎসাধীন অবস্থায় ডুয়েটের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরে শিক্ষার্থীরা এসে তার লাশ নিয়ে গেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত