আন্দোলনে আহতদের প্রয়োজনে বিদেশে নেয়া হবে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভোলা ও চাঁদপুর প্রতিনিধি
অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ছাত্র ও বৈষম্যবিরোধী আন্দোলনে সব শহীদ ও আহতদের রক্তের কাছে আমরা ঋণী। সব শহীদ পরিবারকে সহযোগিতার জন্য একটি বিশেষ ফাউন্ডেশন গঠন করা হয়েছে। সেই ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ পরিবারদের আর্থিক সহযোগিতা করা হবে। প্রয়োজনে আহতদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে। যদি আহতদের সুস্থ করতে বিদেশে নিতে হয় সে ব্যবস্থা করবে সরকার। গতকাল মঙ্গলবার দুপুরে ভোলার খাল সংলগ্ন বালুরমাঠে জেলা প্রশাসন ও মৎস্যবিভাগ কর্তৃক আয়োজিত সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা আরো বলেন, ইলিশের বাড়ি চাঁদপুর নয়, ইলিশের বাড়ি ভোলায়। দেশের অন্যতম ইলিশ উৎপাদনকারী জেলা ভোলায় ইলিশ গবেষণা কেন্দ্র স্থাপনের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে। নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের চালের পাশাপাশি অন্য কিছু দেয়া যায় কি না সেটি নিয়ে ভাবা হচ্ছে। বাইরের দেশের জেলেদের বাংলাদেশের জলসীমায় মাছ ধরার অধিকার নেই। তাদের বিতাড়িত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি।
ভোলা জেলা প্রশাসক আজাদ জাহনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক জিল্লুর রহমান, কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ (জি), ভোলা পুলিশ সুপার মো. শরীফুল হক। এর আগে তিনি চাঁদপুরের পদ্মা-মেঘনা অভায়াশ্রম এলাকা ঘুরে দেখেন। এরপর শরীয়তপুর, বরিশাল ও ভোলা জেলার সংশ্লিষ্ট উপজেলা অংশে পদ্মা ও মেঘনা নদীতে অবস্থিত ইলিশ অভয়াশ্রম এলাকাসহ ‘মা ইলিশ’ সংরক্ষণ অভিযান কার্যক্রম সরেজমিন স্পিডবোটে পরিদর্শন করেন।