খুলনায় হামলা চালিয়ে আসামি ছিনতাই

পাঁচ পুলিশ আহত

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খুলনা প্রতিনিধি

খুলনার কয়রায় পুলিশের ওপর হামলা চালিয়ে অপহরণ মামলার আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। গত সোমবার রাতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- কয়রা থানার এসআই সুজিত ঘোষ, এসআই প্রণয় মণ্ডল, এএসআই আব্দুস সামাদ, কনস্টেবল আসাদুজ্জামান ও ঝর্ণা খাতুন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ফিরেছেন বলে জানা গেছে । পুলিশ জানায়, গত সোমবার রাত ১০টার দিকে কয়রা থানা পুলিশের একটি দল অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায়। এ সময় উপজেলার আমাদি ইউনিয়নের কাটাখালি গ্রামের নওশের গাজীর ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি হারুনের বাড়িতে অভিযান চালিয়ে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে নিয়ে যাওয়ার সময় ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়। তবে একই মামলার অন্য আসামি আম্বিয়া খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল করিম বলেন, আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ফিরে গেছেন। কয়রা থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, এ ঘটনায় নয় জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।