‘বাঁধন’ ২৭ বছর পূর্তি উদযাপন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’-এর ২৭ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন। বাঁধন ফাউন্ডেশনের সভাপতি রকীব আহমেদ, বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি শামীম গাজী ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের সভাপতি শরিফ আহমেদ ও সাধারণ সম্পাদক মো. নূর উদ্দিনসহ বিভিন্ন জোনের নেতৃবৃন্দ র‌্যালিতে অংশ নেন। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাঁধনের সদস্যরা সমাজে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাঁধনের এই দৃষ্টান্ত অনুসরণ করে মানবতার সেবায় এগিয়ে আসার জন্য উপাচার্য সকলের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হওয়া ‘বাঁধন’ ১৯৯৭ সাল থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। দেশের ৫৪টি জেলার ৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এই সংগঠনের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালিত হচ্ছে।