ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চাঁদপুরে তেলবাহী জাহাজে আগুন

চাঁদপুরে তেলবাহী জাহাজে আগুন

চাঁদপুরে পদ্মা ডিপোর ও.টি সাদিয়া অনিক নামের তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টায় শহরের পুরান বাজারের ৫নং ফেরিঘাট এলাকায় ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, নদীতে পদ্মা ওয়েল কোম্পানির জেটির অদূরে ডাকাতিয়া নদীতে ‘এমভি সাদিয়া অনিক’ নামের একটি তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড এক ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে। অন্যরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাৎক্ষণিকভাবে ওই জাহাজে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। তবে আহত জাহাজের একজন কর্মচারী বলেন, ইঞ্জিন স্টার্ট দিতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনা আমাদের পাঁচজন কর্মচারী আহত হয়েছেন। আমরা ১২ থেকে ১৩ জন ছিলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত