এআই চ্যাটবট প্রশিক্ষণ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

রয়টার্সের সঙ্গে এক নতুন পার্টনারশিপ করেছে মেটা, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটে বার্তা সংস্থাটির কনটেন্ট ব্যবহার করে সংবাদ ও সমকালীন নানা ঘটনা সম্পর্কে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেবে কোম্পানিটির এআই। বিগত কয়েক বছরের মধ্যে কোনো বড় প্রযুক্তি কোম্পানি ও বার্তা সংস্থার মধ্যে এটিই প্রথম এ ধরনের চুক্তি বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। তবে এ পার্টনারশিপের আর্থিক তথ্য মেটা বা রয়টার্স কেউই প্রকাশ করেনি। খবরটি এমন সময় এল যখন ভুল তথ্য ছড়ানো নিয়ে নিয়ন্ত্রক ও বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশকদের সমালোচনা ও মতবিরোধের পর নিজেদের পরিষেবায় সংবাদ কনটেন্ট কমিয়ে দিচ্ছে ফেসবুকের মূল কোম্পানি মেটা।

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন পরিষেবাতে রয়েছে মেটার এআই চ্যাটবট। তবে মেটার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে প্রশিক্ষণ দিতে রয়টার্সের কনটেন্ট ব্যবহারের পরিকল্পনা করছে কি না তা নিয়ে স্পষ্ট কোনো কথা বলেনি সামাজিক মাধ্যম জায়ান্টটি। ‘আমাদের বিভিন্ন তথ্যভিত্তিক সংবাদ কনটেন্টের লাইসেন্স দিতে প্রযুক্তি কোম্পানিদের সঙ্গে পার্টনারশিপ করেছে রয়টার্স। পার্টনারশিপের বিভিন্ন শর্তাবলী গোপন থাকবে,’ বিবৃতিতে বলেছেন রয়টার্সের এক মুখপাত্র। মেটার চ্যাটবটে রয়টার্সের নিউজ কনটেন্ট ব্যবহারের খবরটি প্রথম প্রকাশ করে অ্যাক্সিওস। শুক্রবার সংবাদমাধ্যমটি প্রতিবেদনে লিখেছে, বহু বছরের এই পার্টনারশিপে সংবাদ কনটেন্ট ব্যবহারের জন্য রয়টার্স বড় অংকের অর্থ পাবে। এ পার্টনারশিপের মাধ্যমে ‘সংবাদ সংশ্লিষ্ট নানা প্রশ্নের সারসংক্ষেপ ও রয়টার্সের কনটেন্টের লিংক’সহ ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে মেটার এআই’। চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই ও জেফ বেজোসের স্টার্টআপ ‘পারপ্লেক্সিটি’সহ অন্যান্য কোম্পানিও এআইয়ের মাধ্যমে তৈরি কনটেন্টের প্রতি ব্যবহারকারীদের আস্থা বাড়াতে বিভিন্ন সংবাদ সংস্থার সঙ্গে একই রকম এআই পার্টনারশিপ করেছে। এদিকে রয়টার্সের সঙ্গে মেটার এরইমধ্যে এক ‘ফ্যাক্ট-চেকিং’ পার্টনারশিপ রয়েছে, যা শুরু হয়েছে ২০২০ সালে।