ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সার্কিট হাউজের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার

সার্কিট হাউজের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার

দেশের বিভিন্ন জেলায় সরকারি সার্কিট হাউজে থাকার জন্য নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। বাজেট ও পরিবীক্ষণ শাখার সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) লুবনা ফারজানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার, ও গাজীপুর জেলা ‘ব্যয়বহুল শহর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই শহরগুলোর সার্কিট হাউজে সরকারি কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এক থেকে তিন দিনের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত এক শয্যার রুমের ভাড়া প্রতিদিন ২০০ টাকা। আর অন্যান্য শহরের সার্কিট হাউজের এক শয্যার রুমের ভাড়া প্রতিদিন ১৫০ টাকা।

আর দুই শয্যার শীতাতপ নিয়ন্ত্রিত রুমের এক থেকে সর্বোচ্চ তিন দিনের জন্য নতুন ভাড়া দৈনিক ২৫০ টাকা। আর অন্যান্য শহরে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। চার থেকে সাত দিন বা সাত দিনের বেশি অবস্থানের জন্য ব্যয়বহুল শহরের সার্কিট হাউজে শীতাতপ নিয়ন্ত্রিত এক শয্যার রুমের ভাড়া ২৫০ টাকা এবং অন্যান্য শহরের জন্য ২০০ টাকা। সাত দিনের বেশি থাকলে ব্যয়বহুল শহরের সার্কিট হাউজের এক শয্যার রুমের ভাড়া ৭৫০ টাকা এবং সাধারণ শহরের জন্য ৬০০ টাকা। দুই শয্যার রুম চার থেকে ৭ দিনের জন্য ব্যয়বহুল শহরের সার্কিট হাউজের ভাড়া ৪৫০ টাকা এবং সাধারণ শহরের জন্য ৩৫০ টাকা। আর দুই শয্যার রুমে সাত দিনের বেশি থাকলে ব্যয়বহুল শহরের জন্য সার্কিট হাউজে ভাড়া ১০০০ টাকা এবং সাধারণ শহরে ৮০০ টাকা। আর বেসরকারি ব্যক্তিদের সব শহরের সার্কিট হাউজে এক শয্যার শীতাতপ নিয়ন্ত্রিত এক শয্যার রুমের ভাড়া ১ হাজার ৫০০ টাকা ও দুই শয্যা বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত রুমের ভাড়া দিতে হবে ১ হাজার ৮০০ টাকা। গত ২০১২ সালের পর এই প্রথম সার্কিট হাউজের ভাড়া বাড়াল সরকার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত