ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নিম্ন আদালত

বিচারকদের জন্য বদলি ও পদায়ন নীতিমালার খসড়া প্রণয়ন

বিচারকদের জন্য বদলি ও পদায়ন নীতিমালার খসড়া প্রণয়ন

সারা দেশে অধস্তন আদালতের বিচারকদের জন্য বদলি ও পদায়ন নীতিমালার খসড়া-২০২৪ প্রণয়ন করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন। এ নীতিমালা সম্পর্কে বিচারকদের মতামত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। আগামী ৭ নভেম্বরের মধ্যে বিচারকদের মতামত সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর বা ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে বলা হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ সুপ্রিমকোর্ট আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমের কাছে এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ২১ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে অভিভাষণ দেন। প্রধান বিচারপতি তার অভিভাষণে দেশের বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরেন। সেই পরিপ্রেক্ষিতে সংবিধানের ১০৯ অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণে অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদায়ন নীতিমালা, ২০২৪ এর খসড়া প্রস্তুত করা হয়েছে। সেই অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, বাংলাদেশ সুপ্রীমকোর্টের উভয় বিভাগের বিচারপতি, বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, অ্যাটর্নি-জেনারেল মো. আসাদুজ্জামানসহ সুপ্রিমকোর্ট বারের সভাপতি ও সেক্রেটারি উপস্থিত ছিলেন। উক্ত খসড়া নীতিমালা সম্পর্কে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত বিচারকদের মতামত সংগ্রহের জন্য গতকাল বাংলাদেশ সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত একটি পত্র দেশের সকল আদালতে পাঠানো হয়েছে। উক্ত পত্রে খসড়া নীতিমালা সম্পর্কে অধস্তন আদালতের বিচারকদের মতামত লিখিত আকারে আগামী ৭ নভেম্বরের মধ্যে বাংলাদেশ সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর বা নির্ধারিত ই-মেইল ([email protected]) বা হোয়াটঅ্যাপ নাম্বারে (০১৭১৬১৮৫৫৮৩) প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদায়ন নীতিমালা, ২০২৪ ’এর খসড়া সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত