ঢাকা ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চার মহানগর ও ছয় জেলা বিএনপির দায়িত্ব পেলেন যারা

চার মহানগর ও ছয় জেলা বিএনপির দায়িত্ব পেলেন যারা

সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ চার মহানগর ও ছয় জেলায় কমিটি দিয়েছে বিএনপি। এর মধ্যে কোনোটিতে পূর্ণাঙ্গ ও কোনোটিতে আংশিক কমিটি দেয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দলের হাইকমান্ডের নির্দেশে ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়। আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করা হয়েছে ঢাকা মহানগর উত্তরে। আংশিক আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর, ফেরদৌসি আহমেদ মিষ্টি, আব্দুর রাজ্জাক (দপ্তর)। এর আগে গত ২৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কমিটির গঠনের ২ মাসের মাথায় তা ভেঙে দেয়া হয়। তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আহ্বায়ক সাইফুল আলম নিরব ও সদস্য সচিব ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। নিরব-আমিনুলের আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে ছিলেন আমানউল্লাহ আমান ও আমিনুল হক। এ নিয়ে টানা তিন কমিটির শীর্ষ পদে রইলেন সাবেক ফুটবলার আমিনুল। এছাড়া ঘোষিত কমিটির মধ্যে চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এরশাদউল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান; বরিশাল মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়া এবং সিলেট মহানগরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন রেজাউল হাসান কয়েছ লোদি ও সেক্রেটারি হয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী। এছাড়া ছয়টি জেলায় আহ্বায়ক কমিটি দেয়া হয়েছে। এরমধ্যে মৌলভীবাজার জেলায় আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন ফয়জুর রহমান, সুনামগঞ্জ জেলায় আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন, ব্রাহ্মণবাড়িয়ায় আহ্বায়ক অ্যাড. আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ। অন্যদিকে কুষ্টিয়া জেলায় আহ্বায়ক হয়েছেন কুতুবউদ্দিন আহমেদ ও সদস্য সচিব হয়েছেন প্রকৌশলী মো. জাকির হোসেন সরকার। ময়ময়নসিংহ জেলা দক্ষিণে আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন এবং শেরপুর জেলায় আহ্বায়ক হযরত আলী, সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত