মধ্যস্বত্বভোগীদের অপতৎপরতায় ভূমিসেবা বিঘ্নিত হচ্ছে

ভূমি উপদেষ্টা

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, মাঠ পর্যায়ে ভূমি অফিস ও ভূমি রেজিস্ট্রি অফিসের এক শ্রেণির মধ্যস্বত্বভোগীদের অপতৎপরতা ও হয়রানির কারণে ভূমি নাগরিক সেবাকর্ম বিঘ্নিত হচ্ছে। আইন মন্ত্রণালয় হতে রেজিস্ট্রি অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীন আনা গেলে একক ব্যবস্থাপনায় ভূমি সেবাবিষয়ক দুর্নীতি বহুলাংশে হ্রাস পেয়ে জনগণ হয়রানি থেকে মুক্তি পাবে। গতকাল সোমবার তেজগাঁও ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয় আয়োজিত জনবান্ধব ভূমি সেবায় গণমাধ্যম বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী এবং গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ। ভূমি উপদেষ্টা বলেন, ভূমি সেবার ডিজিটাইজেশন কাজ এগিয়ে যাচ্ছে। তবে প্রযুক্তিতে পিছিয়েপড়া নাগরিকদের সেবা গ্রহণে একটু ঝামেলা হচ্ছে। এই সমস্যা দূরীকরণে নানা প্রশিক্ষণ কৌশলের মাধ্যমে নাগরিকদের পাশাপাশি ভূমিসেবা প্রদানকারীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিসহ তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সিনিয়র ভূমি সচিব বলেন, সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ ডিজিটাল ভূমি জরিপ কাজ চালু হলে ভূমিবিষয়ক মামলা মোকাদ্দমা, হানাহানি বন্ধ হয়ে নাগরিক সেবা সুনিশ্চিত হবে। কর্মশালায় অংশগ্রহণকারী গণমাধ্যম কর্মীদের সুচিন্তিত পরামর্শের আলোকে ভূমি মন্ত্রণালয় আরো জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা বিষয়ক কর্মকৌশল গ্রহণে কাজ করবে। এর আগে সেমিনারে অংশগ্রহণকারী বিভিন্ন সাংবাদিকদের ভূমি নাগরিক সেবা কার্যক্রম ঘুরে ঘুরে দেখানো হয়। পরে ভূমি উপদেষ্টা, ভূমি সংস্কার বোর্ড আয়োজিত বোর্ডের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎকরণীয় বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এতে অন্যান্যের মধ্যে সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মণ্ডল উপস্থিত ছিলেন।