ঢাকা ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ইভিএমের ১১৬ কোটি ব্যয় করতে মেয়াদ বাড়ানোর প্রস্তাব

ইভিএমের ১১৬ কোটি ব্যয় করতে মেয়াদ বাড়ানোর প্রস্তাব

‘নির্বাচন ব্যবস্থায় তথ্যপ্রযুক্তি প্রয়োগের লক্ষ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার’ প্রকল্পের অব্যয়িত ১১৬ কোটি টাকা ব্যয় করতে ২০২৫ সাল পর্যন্ত মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এরইমধে পরিকল্পনা বিভাগের কাছে প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। প্রকল্পটির মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত বৃদ্ধি এবং এ লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির সমাপ্ত প্রকল্পের তালিকা থেকে প্রকল্পটি বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও অনুরোধ করা হয়। প্রস্তাবে নির্বাচন কমিশন জানায়, বাস্তবায়নাধীন প্রকল্পের মেয়াদকাল গত ৩০ জুন পর্যন্ত নির্ধারিত ছিল। প্রকল্পটি ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সমাপ্ত প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পের আওতায় দেড় লাখ ইভিএম কেনা আছে। বর্তমানে ইভিএমগুলো বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি ও বিভিন্ন জেলায় রয়েছে। ইভিএমগুলো সংশ্লিষ্ট প্রকল্প দপ্তরকে বুঝে দেয়ার কথা থাকলেও প্রকল্পের মেয়াদ না থাকায় এগুলো বুঝে নেয়া যাচ্ছে না। নির্বাচন কমিশন আরও জানায়, প্রকল্পের আওতায় কিছু অডিট আপত্তি রয়েছে, যা প্রকল্পের মেয়াদের মধ্যেই নিষ্পত্তি করা প্রয়োজন। কিছু ইভিএম নষ্ট অবস্থায় রয়েছে, যা মেরামতযোগ্য। অন্যদিকে কিছু ইভিএম অচল ও অকেজো অবস্থায় রয়েছে। বর্তমানে কমিশন না থাকায় এসব ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না। ইভিএমের সোর্সকোড, ক্রিডেনশিয়াল সফটওয়্যারসহ বিভিন্ন মালামাল গ্রহণের লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের প্রয়োজন। প্রকল্পের আওতায় অনিয়মিত শ্রমিক মজুরি বাবদ কিছু বিল পরিশোধ বাকি রয়েছে, যা পরিশোধ করা অতিপ্রয়োজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত