তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ছয়

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ : জেলার কাশিয়ানীতে বাস ও ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরো চারজন। গতকাল দুপুরে উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মামা দ্বীন ইসলাম (২৫) ও ভাগ্নে মো. হোসাইন (১০)। তারা সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি আবুল হাশেম মজুমদার বলেন, স্থানীয়রা হতাহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্বীন ইসলাম ও হোসাইন নামের দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দিনাজপুর : বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বিকালে উপজেলার পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের জোয়ালকামড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত হোসেন (১৭) বিরামপুর পৌর শহরের সারাংগপুর মহল্লার জিয়ারুল ইসলামের ছেলে ও তার বন্ধু খোকা বাবু (১৭) ওই এলাকার মৃত রফিকের ছেলে। তাদের মধ্যে রিফাত মুদি দোকানি ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, নিহত রিফাত বিরামপুর মুদি দোকান করতেন। আজ দুপুরে খাবার খেয়ে বন্ধুকে মোটরসাইকেলে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলার উদ্দেশ্যে বিরামপুর শহরের রওনা হয়। এর কিছুক্ষণ পর দোকান না খুলে বন্ধুকে সঙ্গে নিয়ে বিজুল এলাকায় যায়। সেখান থেকে শহরে ফেরার পথে পৌর শহরের জোয়ালকামড়া এলাকায় একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে ওই ট্রাকচাপায় ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় খোকা বাবুকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পথে মোহনপুর এলাকার খোকা বাবুর মৃত্যু হয়। বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।

ঝালকাঠি : জেলার রাজাপুরে মাহিন্দ্রা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মাহিন্দ্রার আরো ৮ যাত্রী। গতকাল দুপুরে উপজেলার পিংড়ি স্কুলসংলগ্ন ব্রিজ এলাকায় খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত একজনের নাম আলতাফ হোসেন ফকির। তিনি মেহেন্দীগঞ্জ উপজেলার মৃত মমিন ফকিরের ছেলে। আলতাফ হোসেন ফকির ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় তার শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। তবে নিহত আরেকজনের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন ৮ জন। প্রত্যক্ষদশীরা জানায়, বরিশাল থেকে আসা একটি মাহিন্দ্রা ও ঝালকাঠিগামী একটি ট্রলি পিংড়ি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় মাহিন্দ্রা আরো ৮ যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।