ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মা-ছেলে হত্যায়

একজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

একজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ আদেশ দেন। সেইসঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাফিজুল ইসলাম (৪০) উল্লাপাড়া উপজেলার পূর্ব মহেশপুর গ্রামের শাহজাহান প্রামাণিকের ছেলে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- ওই গ্রামের দেলোয়ার হোসেন প্রামানিক, বাচ্চু মিয়া, দুলাল সরকার, মাসুদ উল্লাহ, রহমত উল্লাহ পান্না, রফিকুল ইসলাম ও বদিউজ্জামা। ওই আদালতের অতিরিক্ত পিপি আবু বককার সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান পূর্বশত্রুতার জের ধরে ২০১৯ সালের ২৬ জুন রাতে উল্লাপাড়া উপজেলার পূর্ব মহেশপুর গ্রামের সাবেক সেনা সদস্য আলতাব হোসেন মুকুল ও তার বৃদ্ধ মা রিজিয়া খাতুনকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন ঘটনাস্থল থেকে পুলিশ মা-ছেলের লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। বিচার চলাকালে আরেক আসামি আবুল কালাম আজাদ মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত