নোয়াখালীর সেনবাগ-সোনাইমুড়ীতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, ও মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৫টি বিদেশি পিস্তল, ৮টি এলজি, ৪টি একনলা বন্দুক, ৯টি পিস্তলের ম্যাগাজিন, ২৭৭ রাউন্ড পিস্তলের গুলি, ১২ কেজি গাঁজা ও ২টি পিকআপ জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন- জেলার চাটখিলের ছয়ানী টবগা গ্রামের বাদল হোসেন, একই উপজেলার রুইতখালী গ্রামের মো. রবিন, সোনাইমুড়ী দেওটি গ্রামের মো. বাহার , বেগমগেঞ্জের হাজীপুর ইউনিয়নের আনোয়ার হোসেন ও কুমিল্লার বাগমারা উত্তর ইউনিয়নের মুরাদ হোসেন। গতকাল মঙ্গলবার নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ। এর আগে, গত সোমবার রাতে জেলার সেনবাগের সেবারহাট বাজার ও সোনাইমুড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডিআইজি নেছার আহমেদ, নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।