আজকের ডিজিটাল যুগে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে অনলাইন নিরাপত্তার গুরুত্ব প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ করেছে টিকটক, যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের মাধ্যমে নির্ভরযোগ্য কনটেন্ট তৈরি এবং ভুল তথ্য মোকাবিলা করা হয়। বিশ্বের লাখ লাখ তরুণ টিকটক ব্যবহার করছে। তাদের নিরাপদ অনলাইন পরিবেশ দিতে টিকটক ডিজাইন করেছে বেশ কিছু ইন-অ্যাপ ফিচার। ক্ষতিকারক কনটেন্ট থেকে রক্ষা পেতে এবং মানসিক সুস্থতার প্রচার করতে এই ফিচারগুলো সহায়ক হচ্ছে। কিশোর-কিশোরী, অভিভাবক এবং টিকটকের নিয়মিত ব্যবহারকারীসহ সবাইকে সুস্থ ডিজিটাল পরিবেশ গড়ার জন্য উৎসাহিত করতে সক্ষম হচ্ছে এই বিশেষ ফিচারগুলো। প্ল্যাটফর্মের সুরক্ষা এবং সুস্থতার জন্য টিকটকের ইন-অ্যাপ ফিচার: মানসিক স্বাস্থ্যে সহায়তা : মানসিকভাবে বিপর্যস্ত বা বিষণ্ণতা বোধ কাটিয়ে উঠতে টিকটকে রয়েছে একটি আলাদা পেজ। যদি কেউ আত্মহত্যা বা মানসিক সমস্যা নিয়ে টিকটকে সার্চ বা অনুসন্ধান করে তৎক্ষণাৎ প্ল্যাটফর্মটি এই কি-ওয়ার্ডগুলো শনাক্ত করে ফেলে। যেখানে ‘ইউ আর নট অ্যালোন’ এই মেসেজটির মাধ্যমে ব্যবহারকারীদের সহায়তা নিতে উৎসাহিত করা হয়। এতে প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের সাহায্য করতে স্থানীয় জায়গার হেল্পলাইন নম্বরও দেয়া হয়।