দুই জেলায় পাঁচ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা : সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গতকাল ভোরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামের শামসুঠ ফকিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) তালার সুজনশাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫) ও যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮)। সাতক্ষীরা সদর থানার এসআই বিশ্বজিৎ সরকার জানান, প্লাটিনা মোটরসাইকেলে তিন ব্যক্তি সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। ওই স্থানে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা একটি আইচার ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।

ঈশ্বরদী (পাবনা) : কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বিকালে উপজেলার পাবনা-রাজশাহী মহাসড়কের আজমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবাই কলেজশিক্ষার্থী ও পরস্পর বন্ধু বলে জানা গেছে। নিহতরা হলেন- পাবনার বনগ্রাম এলাকার আশিক রহমান ও শাকিব হাসান। তারা উভয়েই বনগ্রাম অনার্স কলেজের শিক্ষার্থী ও অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী। পাকশী হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, পাবনার বনগ্রাম থেকে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষে পাকশী ঘুরতে বের হন কয়েকজন বন্ধু। এ সময় পাবনা-রাজশাহী মহাসড়কের আজমপুর এলাকায় এসে একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে দুই মোটরসাইকেলের। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।