ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং এওয়ার্ড-২০২৪ পেয়েছেন দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের ১১ জন সংবাদকর্মী। গতকাল শুক্রবার বিকালে ঢাকাক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সংবাদকর্মীদের হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে চার ক্যাটাগরিতে ১১ জনকে সম্মাননা দেয়া হয়। সম্মাননা পেলেন যারা- প্রিন্ট ক্যাটাগরিতে প্রথম আলোর মাহমুদুল হাসান নয়ন, ডেইলি স্টারের আহসান হাবিব রাসেল এবং যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন ফাইনান্সিয়াল এক্সপ্রেসের ফারহান ফেরদৌস ও জসিম উদ্দিন হারুন। ইলেকট্রনিকস মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার ডিবিসি নিউজের আদিত্য আরাফাত, দ্বিতীয় নিউজ টাইম বিডির মাসুদ মোস্তাহিদ এবং তৃতীয় চ্যানেল ৭১ পারভেজ নাদির রেজা। অনলাইন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন জাগো নিউজের ইয়াসির আরাফাত, দ্বিতীয় পুরস্কার পান ঢাকা পোস্টের আরাফাত জুবায়ের এবং তৃতীয় জাগো নিউজের তৌহিদুজ্জামান তন্ময়। মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দৈনিক সমকালের আবু সালেহ রনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান, ডিআরইউয়ের সাধারণ সম্পাদক মহি উদ্দিন, সাবেক সভাপতি এম শফিকুল করিম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, দেশ টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান।