জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, আমি যদি সাধারণ শিক্ষার্থীদের কাতারে না থাকতে পারি, তাহলে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়ার নৈতিক অধিকার আমার থাকতে পারে না। আমরা আমাদের প্রতিনিধি তৈরি করবো, নেতা তৈরি করব না। বিগত ১৬ বছরে কেউ যখন নেতা হয়ে উঠেছেন, তার পা আর মাটি স্পর্শ করেনি। আমরা আমাদের ওই সব নেতা চাই না, যাদের পা মাটিতে পড়ে না। গত বৃহস্পতিবার বিকালে ‘জুলাই বিপ্লবকে সমুন্নত রাখতে এবং রাষ্ট্র পুনর্গঠনে বিপ্লবী ছাত্রজনতার করণীয়’ শীর্ষক ছাত্র সমাবেশে সারজিস আলম এ কথা বলেন। একই সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয় নুর হোসেন মাঠে আয়োজিত ছাত্র সমাবেশে সারজিস আলম আরো বলেন, আমরা ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সহযোদ্ধা।
তাহলে কেন আমাদের মধ্যে শোডাউন (মহড়া) দেয়ার মনমানসিকতা থাকবে? বিগত ১৬ বছরে এই শোডাউন কারা দিয়েছে? একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি আমাদের পায়ে হেঁটে চলার মানসিকতা না থাকে, যদি শোডাউন দিয়ে চলতে হয়, তাহলে আমরা যাদের সাধারণ শিক্ষার্থী বলি, আমি কি তাদের কাতারে আছি?’ নেতৃত্ব তৈরির জন্য ছাত্র সংসদ চালুর দাবি জানিয়ে সারজিস আলম বলেন, প্রতিবছর ছাত্র সংসদের নির্বাচন করলেই কেবল সুষ্ঠু নেতৃত্ব তৈরি সম্ভব। কেউ যদি দলীয় মনোনয়ন নিয়ে কোনো ক্ষমতায় যান কিংবা চেয়ারে বসে তিনি শুধু তার ঊর্ধ্বতনদের সন্তুষ্ট করার চেষ্টা করেন, লেজুড়বৃত্তির ছাত্ররাজনীতি নির্দিষ্ট পক্ষের স্বার্থকে বাস্তবায়নের চেষ্টা করেন, এটি বিশ্ববিদ্যালয়ের আসল উদ্দেশ্য নয়।