ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

তফসিল ঘোষণা হলেই জামায়াতের ইশতেহার প্রকাশ

অধ্যাপক পরওয়ার
তফসিল ঘোষণা হলেই জামায়াতের ইশতেহার  প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে খুব বেশি সময়ও দিতে চাই না। আবার খুব কম সময়ও দিতে চাই না। নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি যৌক্তিক সময়ের দাবি আমাদের। নির্বাচনি তফসিল ঘোষণা হলেই বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে। গতকাল শুক্রবার কুষ্টিয়ার হাজী শরীয়ত উল্লাহ্ এতিম খানার আব্দুল ওয়াহিদ হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সদস্য (রুকন) সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চল পরিচালক মোবারক হোসেন। কুষ্টিয়া জেলা সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য এ কে এম আলী মহসীন, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্বুল গফুর, কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুমারখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আফজাল হুসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত