দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির আভাস
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
কার্তিক মাসের শুরুতে তাপমাত্রা বেশিই ছিল। অন্যান্য বছর হেমন্তের এই সময়ে তাপমাত্রা কম থাকলেও চলতি বছর বেশি তাপমাত্রায় আবহাওয়াবিদদের উদ্বিগ্ন করেছে। অথচ শীতের আগমনী বার্তা নিয়ে আসে এই ঋতু। কিন্তু কার্তিক মাসের অর্ধেক শেষ হলেও দেশের উত্তর অংশে শীতের আগমন ঘটলেও সিলেটে এখনো গরম অনুভূত হচ্ছে। জলবায়ু পরির্তনের জন্য এমনটি ঘটছে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা জানান। যদিও সিলেটের পাহাড়ি এলাকা এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে রাতে কিছুটা শিশির পড়ছে বলে জানা গেছে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, দেশের দক্ষিণ দিক থেকে এখনো সামান্য বাতাস প্রবাহিত হচ্ছে। এই দক্ষিণা বাতাস বাড়াচ্ছে গরম। দক্ষিণা বাতাস জলীয় বাষ্প নিয়ে আসছে, যে কারণে আবহাওয়া উষ্ণ হয়ে যাচ্ছে। এদিকে কয়েক দিন আগে বেশ গরম পড়লেও রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত মঙ্গলবার ভারি বৃষ্টিপাত হওয়ার পর থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। দিনের তাপমাত্রা কমার পাশাপাশি রাতে হালকা শীত অনুভূত হচ্ছে। আগামী পাঁচ দিনের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আর আগামী ২৪ ঘণ্টার মধ্যে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে সংস্থাটি। গত বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এর ফলে সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া, আগামী পাঁচদিনের প্রথম দিকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে জানায় সংস্থাটি।