ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কুষ্টিয়ায় চর দখল নিয়ে নিহত ১ আহত ১১

কুষ্টিয়ায় চর দখল নিয়ে নিহত ১ আহত ১১

কুষ্টিয়ায় পদ্মা নদীর চর দখলকেকেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে তৌহিদুল সরদার (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জন গুলিবিদ্ধসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। গতকাল রোববার সকাল নয়টার দিকে মিরপুর উপজেলার নওদা খাদিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের তথ্য মতে ওসি মমিনুল জানান, পদ্মা নদীর চর দখল নিয়ে স্থানীয় সরদার বংশ এবং গায়েন বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সরদার বংশের কয়েকজনকে মারধর করে গায়েন বংশের লোকজন। গতকাল সরদার বংশের লোকজন কাজের উদ্দেশ্যে বাজারের দিকে গেলে গায়েন বংশের লোকজন আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় তৌহিদুলসহ ১২ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে তৌহিদুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত