ডিলিট হওয়া ছবি ফিরে পেতে করণীয়

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ফোনে কাজ করার সময় বা বিভিন্ন সময় ভুলে গুরুত্বপূর্ণ ছবি ডিলিট হয়ে যায়। হয়তো আপনি অন্য ছবিগুলো ডিলিট করতে চেয়েছেন; কিন্তু তার সঙ্গে জরুরি বা ভালো ছবিটাও ডিলিট করে ফেলেছেন। এমন সমস্যায় অনেকেই অসংখ্য বার পড়েছেন। দেখে নিন ফোনের ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার কয়েকটি উপায়-

ট্র্যাশ বিন চেক করুন : ফোন থেকে কিছু ডিলিট হলে তা স্থায়ী ভাবে ডিলিট হয় না। সেটি ট্র্যাশ বিনে গিয়ে জমা হয়। ৬০ দিন পর্যন্ত সেই ছবিগুলো থাকে সেখানে। তার মধ্যে চাইলে পুনরায় ফিরিয়ে নিতে পারেন ছবিগুলো বা একেবারে ডিলিটও করে ফেলতে পারেন।

গুগল ফটোস : গুগল ফটোস ছবি সেভ রাখার জন্য বা গ্যালারি হিসেবে দারুণ। তাই ডিলিট হওয়া ছবিগুলো ট্র্যাশ বিনে খুঁজে না পেলে গুগল ফটোসে অবশ্যই পাবেন। সেখানে গিয়েই খুঁজুন।

হোয়াটসঅ্যাপে খুঁজুন : বর্তমানে ছবি আদান-প্রদানের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার হওয়া একটি অ্যাপ। হোয়াটসঅ্যাপ সেটিংস অপশনে গিয়ে স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনে ক্লিক করে ‘ম্যানেজ স্টোরেজ’ অপশনে ক্লিক করুন। এখানে ছবি এবং ভিডিও সব দেখা যাবে। পাশাপাশি নিচে পর পর চ্যাটের তালিকাও থাকবে। সেখানে ক্লিক করে ওই ব্যবহারকারীর সঙ্গে কী কী ছবি ও ভিডিও শেয়ার করেছেন তা খুঁজে পেয়ে যাবেন। হয়তো সেখানেই মিলতে পারে মুছে ফেলা স্মরণীয় মুহূর্তের ছবি।