ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শেরপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ

শিশুসহ নিহত চার

শিশুসহ নিহত চার

শেরপুরের নকলায় পিকআপভ্যান ও সিএনজির সংঘর্ষে চারজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের নকলা উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের ছোট মেয়ে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পালাশিয়া এলাকার সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়া কান্দা এলাকার সুলতান মিয়ার স্ত্রী সুবিনা বেগম (২০) ও একই উপজেলার সাহাপুর এলাকার আবুল কাসেমের ছেলে অটোরিকশাচালক আলাল উদ্দিন (৩৫)। আহতরা হলেন- পূর্বধলার লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী উম্মে সালমা (৪০), বড় মেয়ে তোয়া (১৬) ও ছেলে আদনান ছাবিদ (৩)। জানা গেছে, পূর্বধলা উপজেলার লাউদানা এলাকার উম্মে সালমা তার তিন সন্তানকে নিয়ে দুই দিন আগে শেরপুরের এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন। গতকাল নালিতাবাড়ী থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে সিএনজিযোগে রওনা হন। নকলা উপজেলার পাইস্কা বাইপাস মোড় হয়ে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে সিএনজিটি উঠার সময় ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তায়েবা ও তাজেন মিয়া মারা যায়। আহত হন আরো ৫ জন। পরে আহতদের উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সুবিনা বেগম ও আলাল উদ্দিন মারা যান। নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন- পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে সিএনজি ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত