ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ

দিনভর ভোগান্তিতে রাজধানীবাসী

দিনভর ভোগান্তিতে রাজধানীবাসী

স্বাস্থ্য উপদেষ্টা পঙ্গু হাসপাতালে গিয়ে কয়েকজন অসুস্থ ব্যক্তির সঙ্গে কথা বলে চলে আসায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ফলে শ্যামলী থেকে পাসপোর্ট অফিসে আসা যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন শত শত মানুষ। গতকাল বুধবার দুপুর থেকে এই রিপোট লেখা পর্যন্ত এই সড়কে অবরোধ চলছিলো। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের এডিসি জিয়াউল হক। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীরা বিকাল থেকে সড়ক অবরোধ করে আছেন। এখনো সড়ক সচল হয়নি। জানা গেছে, দুপুর থেকে চলমান এই সড়ক অবরোধে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থী ও আহতের স্বজনরা বিক্ষোভ করছে। সড়কে পঙ্গু হাসপাতালের সামনে কনক্রিটের বড় বড় টুকরো দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। ফলে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। মহাখালী থেকে পাসপোর্ট হয়ে আসা যানবাহনগুলো জাতীয় সংসদ সড়ক ব্যবহার করছে। একই অবস্থা গাবতলি থেকে আসা বাহনগুলোরও। এখন হাসপাতালের গেটের সামনে শত শত লোকজন ভিড় করে বিক্ষোভে যোগ দিয়েছে।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম নিটোর পরিদর্শনে আসেন। তারা হাসপাতালের চতুর্থ তলার পুরুষ ওয়ার্ডে প্রায় এক ঘণ্টা সময় ব্যয় করেন, তবে তিন তলার আহতদের দেখতে যাননি। তাদের এই আচরণে ক্ষোভ প্রকাশ করেন ওই আহতরা।

আন্দোলনকারীরা সোজা নিচে নেমে এসে হাসপাতালের গাড়িটি আটকে দেন। একজন আহত শিক্ষার্থী গাড়ির সামনে বসে পড়েন, অন্য একজন গাড়ির উপর উঠে পড়ে এবং কিছু সময় গাড়িতে কিল-ঘুষিও মেরে তাদের ক্ষোভ প্রকাশ করেন। পরে বাধ্য হয়ে স্বাস্থ্য উপদেষ্টা এবং ব্রিটিশ রাষ্ট্রদূত অন্য একটি গাড়িতে করে হাসপাতাল ত্যাগ করেন। এরপর তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাড়ি এবং পুলিশ প্রটোকলের গাড়ি আটকে দিয়ে রাস্তায় অবস্থান নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত