ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে
স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে। তারা প্রতিদিন মিথ্যা তথ্য প্রচার করে যাচ্ছে। এ বিষয়টি এখন সবাই জানে। এখন তারা সত্য রিপোর্ট প্রচার করলেও সবাই সেটি মিথ্যা হিসেবে ধরে নেয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইনসের ড্রিল সেডে বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা যদি কোনো দুর্নীতি করে থাকি সেটি আপনারা প্রচার করুন। কিন্তু কোনো মিথ্যা সংবাদ দেবেন না। মিথ্যা সংবাদে পুরো একটি সিস্টেম পরিবর্তন হয়ে যায়। তাই মিডিয়ার মাধ্যমে সত্য সংবাদ প্রচার করে ভারতীয়দের প্রতিবাদ করতে হবে। তিনি বলেন, পুলিশ বাহিনীর ওপর মানুষের আস্থার সংকট ছিল, যা ধীরে ধীরে কেটে উঠছে। এ পরিস্থিতি আগের থেকে অনেকটা ইম্প্রুভ হয়েছে। হঠাৎ করে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক দেশে একটি বড় সমস্যা। এ সমস্যা সবাইকে মিলে সমাধান করতে হবে। আগে দেশে শুধু মাদক বহনকারীদের ধরা হতো। এখন ধীরে ধীরে মূল জায়গাগুলোতেও হানা দেয়া হচ্ছে। আস্তানায় অভিযান চালিয়ে মূলহোতাদের আইনের আওতায় আনা হচ্ছে।