মানিকগঞ্জে বিআইডব্লিউটিএ’র ড্রেজিং মেশিনের পাইপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে স্তুপ রাখা ফ্লোডার পাইপ পুড়ে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময় শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় বিআইডব্লিউটিয়ের ড্রেজিং অফিসের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, নদীতে ড্রেজিংয়ের সময় পাইপ ভাসমান রাখার জন্য ফোম নির্মিত পলিথিন আচ্ছাদিত বয়া ব্যবহার করা হয়। এ বছর জুন মাসে ড্রেজিংয়ের জন্য আনা প্রায় আট ফুট উঁচু ও ১৬ ফুট ব্যাসের ৭৯টি পাইপের ফ্লোটার আরিচা পুরাতন লঞ্চঘাট এলাকার জেগে ওঠা চরে রাখা হয়। স্তুপ করে রাখা সেসব ফ্লোটারে গতকাল বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ড্রেজার ইউনিট নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত হলে স্থানীয়ভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ৭৮টি ফ্লোটারের মধ্যে ৭০টি পুরে গেছে। বাকি ৯টি ফ্লোটারের কিছু অংশ পুরে গেছে। এটা নাশকতাও হতে পারে। বিষয়টি এখনো পরিস্কার নয়। ড্রেজিং ইউনিটের একাধিক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, নদীর পাড়ে দীর্ঘদিন ধরে রাখা এ সব পাইপের ফ্লোটার পাহারা দেয়ার জন্য সংস্থার কোনো লোক নিযুক্ত ছিল না। মানিকগঞ্জ ফায়ার সার্ভিস বিভাগের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস বিভাগের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে। তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতি ও সঠিক কারণ বলা সম্ভব না।