ঢাকা ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

এআই চ্যাটবট ‘ফ্রি ভার্সন’

এআই চ্যাটবট ‘ফ্রি ভার্সন’

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এআই চ্যাটবট গ্রক এতদিন তুলে রাখা ছিল কেবল প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য। তবে, সম্ভবত প্ল্যাটফর্মটি বিনামূল্যে ব্যবহারকারীদের জন্যও এ চ্যাটবট খোলার প্রস্তুতি নিচ্ছে। এ সপ্তাহজুড়ে বেশ কয়েকজন অ্যাপ গবেষক ও ব্যবহারকারী নির্দিষ্ট অঞ্চলের মানুষের জন্য গ্রকের একটি বিনামূল্যের সংস্করণ চালুর বিষয়ে পোস্ট করেছেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ। এছাড়া, এক্স অন্তত নিউজিল্যান্ডের ব্যবহারকারীদের জন্য বিনামূল্যের গ্রক এআইয়ের অ্যাক্সেস চালু করেছে বলে প্রতিবেদনে নিশ্চিত করেছে টেকক্রাঞ্চ। এক্স প্ল্যাটফর্মে সোয়াক নামের এক গবেষকের মতে, এখন পর্যন্ত এটি ব্যবহারে কিছু সীমাবদ্ধতা রয়েছে। গ্রক-২ মডেলের বেলায় প্রতি দুই ঘণ্টায় ১০টি প্রশ্ন করা যাবে। ‘গ্রক-২ মিনি’ মডেলের কাছে দুই ঘণ্টায় ২০টি প্রশ্ন করা যাবে। এছাড়া, প্রতিদিন কেবল তিনটি ছবি বিশ্লেষণের অনুরোধ করা যাবে। বিনামূল্যে গ্রক চ্যাটবট ব্যবহার করতে, এক্স অ্যাকাউন্ট কমপক্ষে সাত দিনের পুরোনো হতে হবে এবং অ্যাকাউন্টে অবশ্যই একটি ফোন নম্বর যুক্ত করতে হবে। এআই কোম্পানি ব্ল্যাক ফরেস্ট ল্যাবসের ‘ফ্লাক্সডট১’ এআই মডেলের ছবি তৈরি ক্ষমতাসহ আগস্টে গ্রক-২ চালু করেছে এক্সএআই। অক্টোবরের শেষ নাগাদ, মডেলটিকে ছবি বোঝার ক্ষমতাও দিয়েছে কোম্পানিটি। এসব ফিচার এখন পর্যন্ত ব্যবহার করতে পারতেন শুধু প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত