ঢাকা ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু করা হবে

বললেন শিল্প উপদেষ্টা
বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু করা হবে

অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সরকার বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় চালু করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে। তিনি জানান, আমরা চেষ্টা করছি একে একে সব বন্ধ চিনিকলগুলো চালু করার। এর জন্য কৃষকদের প্রণোদনা দেয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এর আগে ১২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছিল, এখন আরও ১০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। গতকাল শনিবার সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন শেষে শিল্প উপদেষ্টা বলেন, এজন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যার মধ্যে আখ চাষিরাও রয়েছেন। আমরা দ্রুত কাজগুলো একে একে সম্পন্ন করতে চেষ্টা করছি। সেতাবগঞ্জ চিনিকল একটি সম্ভাবনাময় জায়গা, যেখানে আগে চিনিকল বন্ধ ছিল, তবে আমরা এখানে পুনরায় চিনিকল চালু করার জন্য উদ্যোগ নিয়েছি। শিল্প উপদেষ্টা আরও বলেন, সেতাবগঞ্জে চিনিকল চালু করার জন্য আমরা কাজ করছি এবং সবার দোয়া কামনা করছি, যাতে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন- এখানকার ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে, ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং দ্রুত জমি উদ্ধারের প্রক্রিয়া শুরু করা হবে। এসময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত