ঢাকা ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিমের জানাজা অনুষ্ঠিত

সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিমের জানাজা অনুষ্ঠিত

সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের জানাজা সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বাদ জোহর সুপ্রিমকোর্টের ইনার গার্ডের প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানা গেছে, বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, সুপ্রিমকোর্টের বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন। এর আগে, গতকাল শনিবার সকালে সুপ্রিমকোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেয়া এক বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার দিবাগত রাত ৪টা ৪৩ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন মোহাম্মদ ফজলুল করিম। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মোহাম্মদ ফজলুল করিমের মৃত্যুতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মোহাম্মদ ফজলুল করিমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৭ নভেম্বর বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে সুপ্রিমকোর্ট রেজিস্ট্রির সব প্রশাসনিক কাজ চলমান থাকবে। জানা গেছে, মোহাম্মদ ফজলুল করিম ১৯৪৩ সালের ৩০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন এবং ১৯৬৯ সালে যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে বার-এট-ল ডিগ্রি শেষ করেন। তিনি ১৯৯২ সালের ১ নভেম্বর বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০০১ সালের ১৫ মে বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে যোগদান করেন। মোহাম্মদ ফজলুল করিম বাংলাদেশের ১৮তম প্রধান বিচারপতি হিসেবে ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত