ঢাকা ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ প্রতিদিনই সংস্কার করা দরকার : মান্না

বাংলাদেশ প্রতিদিনই সংস্কার করা দরকার : মান্না

বাংলাদেশ যতদিন আছে প্রতিদিনই সংস্কার করা দরকার বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, যে কোনো একটা বস্তুকে প্রতিদিন সংস্কার করলে প্রতিদিন সেটা আরও উন্নত হয়। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। মান্না বলেন, আমি যেরকমভাবে মুগ্ধ, আবু সাঈদকে সম্মান জানাই, তেমনিভাবে যারা প্রবাসে থেকে আন্দোলন করেছে তাদেরকেও সম্মান জানাই। সরকারের কাছে দাবি করছি, প্রবাসীদের যথাযথ সম্মান দেয়া হোক। বাংলাদেশে আসার পরে তারা যাতে সচ্ছলভাবে চলতে পারে সে ব্যবস্থা করা হোক। সিন্ডিকেট নিয়ে তিনি বলেন, প্রবাসে যাওয়ার সময় মানুষ অনেক সিন্ডিকেটের মধ্যে পড়ে। এই ধরনের সিন্ডিকেট ভাঙতে হবে। অনেক বেশি টাকা দিয়ে অনেক নির্যাতন ও বঞ্চনার শিকার হতে হয় তাদের। প্রবাসীরা যাতে নিজেদের জীবন সুন্দর করতে পারে সরকারকে সে ব্যবস্থা করতে হবে। গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সাংবাদিক সোহরাব হাসান, সাংবাদিক মাসুদ কামাল, সাংবাদিক গোলাম মোর্তোজা, সাংবাদিক আশরাফ কায়সার, রাজনৈতিক বিশ্লেষক ডা. শান্ত শাখাওয়াত, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত