দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

নিরাপদ সড়ক গড়তে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রয়োজন

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সড়ক দুর্ঘটনায় প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি বিশ্বব্যাপী একটি অন্যতম প্রধান সামাজিক, অর্থনৈতিক ও জনস্বাস্থ্যগত সমস্যা। তাই নিরাপদ সড়কের দাবি যেমন দিন দিন জোরালো হচ্ছে, তেমনি এ লক্ষ্য অর্জনে নিরাপদ সড়ক গড়তে একটি ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষার্থীরা। ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে রোডক্র্যাশে নিহতদের স্মরণে ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিক্টিমস’ দিবস উপলক্ষ্যে মোমবাতি প্রজ্বলনে এ কথা বলেন তারা। রোডক্র্যাশে নিহতদের স্মরণে প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিক্টিমস’ দিবস পালন উপলক্ষ্যে গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পার্শ্বে অর্ধশত তরুণের অংশগ্রহণে মোমবাতি প্রজ্বলন করা হয়। মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরাসহ ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের কর্মকর্তারা, রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের সদস্য সংস্থার প্রতিনিধিরা এবং শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এ সময় একটি সড়ক নিরাপত্তা আইনের দাবি জানান তারা।